২৭ ডিসেম্বর থেকে অনার্স-মাস্টার্সের ফাইনাল বেরোবিতে
১৫ ডিসেম্বর ২০২০ ২২:৩১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২২:৫৪
শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও প্রশাসন ভবনে অবস্থানের পরিপ্রেক্ষিতে অনার্স-মাস্টার্সের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আগামী ২৭ ডিসেম্বর থেকে বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্সের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে এই বিশ্ববিদ্যালয়ে। তবে আবাসিক হল খুলে দিয়ে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্স পরীক্ষা আয়োজন প্রস্তুতি কমিটির এক সদস্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিজ নিজ বিভাগের একাডেমিক কমিটির সদস্যরা ২৭ ডিসেম্বর থেকে যেকোনো দিন পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিতে পারবেন। যেকোনো সময় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের নোটিশ প্রকাশ হতে পারে জানিয়েছে আরেকটি সূত্র।
গত রোববার (১৩ ডিসেম্বর) করোনা সংকটের কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর থেকেই বেরোবি শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাতে থাকেন। দ্রুত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত না এলে বড় ধরনের আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তারা।
এর আগে করোনা মহামারির মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজনের দাবিতে গত ২৪ নভেম্বর ঢাকা-রংপুর- কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেরোবি শিক্ষার্থীরা। এরপর কোনো আশ্বাস না পেয়ে গত ৩ ডিসেম্বর প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করলে পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। শেষ পর্যন্ত আজ সেই ঘোষণা নিল বেরোবি কর্তৃপক্ষ।
এদিকে, আবাসিক হল খুলে দিয়ে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে আসা শিক্ষার্থীদের অনেকেরই হল ছাড়া থাকার কোনো ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একপাক্ষিক, শিক্ষার্থীদের স্বার্থের বিপ্রতীপ, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান এবং কোনো অবস্থাতেই অভিভাবকসুলভ নয়।
বেরোবি শিক্ষার্থীরা আরও বলেন, বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেত এবং করোনাকালীন বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে। তাই অবিলম্বে শিক্ষার্থীদের স্বার্থ, প্রত্যাশা ও অধিকারের আলোকে হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং উপউপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে একাধিকবার ফোন করা হলে কেউই কল রিসিভ করেননি।
২৭ ডিসেম্বর থেকে পরীক্ষা অনার্স-মাস্টার্স পরীক্ষা বেরোবি সেমিস্টার ফাইনাল হল খুলে দেওয়ার দাবি