Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে গলা কেটে খুন, স্বামীর মৃত্যুদণ্ড


১৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ রায় দিয়েছেন।

দণ্ডিত মো. মাসুদ (৩০) লক্ষ্মীপুর জেলার মৃত আবুল কালামের ছেলে। স্ত্রী পোশাক কারখানার কর্মী হমিদাকে নিয়ে মাসুদ চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মোহাম্মদ আলী শাহ লেইনে ভাড়া বাসায় থাকতেন।

মামলার এজাহার ও অভিযোগপত্রের বরাতে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ সারাবাংলাকে জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাবার উদ্দেশে বের হওয়ার সময় মাসুদের সঙ্গে হামিদার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে মাসুদ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে লাশ ফেলে রাখে বাথরুমে।

প্রতিবেশিদের হইচই শুনে বাড়ির কেয়ারটেকার মো. ইসহাক বের হয়ে দেখতে পান, মাসুদ পালিয়ে যাচ্ছে। হামিদার রক্তাক্ত লাশ পড়ে আছে বাথরুমে কমোডের ওপর। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মাসুদকে চকবাজার কাঁচাবাজারের সামনে ধরে ফেলেন। এরপর তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়। কেয়ারটেকার ইসহাক বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ১৯ মার্চ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনকে আদালতে উপস্থাপন করে। আদালত আসামি মাসুদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর