বরিসের প্রথম ভারত সফর জানুয়ারিতে
১৫ ডিসেম্বর ২০২০ ১৬:১৯
২০২১ সালের জানুয়ারিতে ভারত সফরে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্স।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বরিস জনসনের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে আসবেন বরিস জনসন। জানুয়ারিতে নির্ধারিত ওই সফরে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এর আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়া আসার পর থেকেই বরিস জনসন বলে আসছিলেন যে, তিনি নতুন নতুন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। করোনাভাইরাস মহামারির কারণে তার সেই উদ্যোগ কিছুটা বিলম্বিত হয়েছে। ইতোমধ্যেই, যুক্তরাজ্যের অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।
অন্যদিকে, এক বিবৃতিতে বরিস জনসন জানিয়েছেন, নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে দুই দেশের সম্পর্কের একটি অভূতপূর্ব অধ্যায় শুরু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে, গ্লোবাল ব্রিটেন ধারণা নতুন মাত্রা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অতিথি হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের।
টপ নিউজ নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবস বরিস জনসন ভারত যুক্তরাজ্য