Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া: তথ্যমন্ত্রী


১৫ ডিসেম্বর ২০২০ ১৫:৩৪

ঢাকা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মাসেতু নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র ও নেতিবাচক প্রচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পদ্মাসেতু যদি না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। সেসব ষড়যন্ত্রে বিএনপি যুক্ত ছিল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজকে রাষ্ট্রের সম্পদ হিসেবে পদ্মাসেতু দৃশ্যমান। সেজন্য বিএনপির উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া।

বিজ্ঞাপন

‘পদ্মাসেতু কারো পৈত্রিক সম্পত্তি নয়’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সস্পদ। এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। সেজন্যই পদ্মাসেতু আজকে দৃশ্যমান।

এর আগে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাক্ষাৎ বিষয়ে তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। মূলত বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ফ্রান্স আমাদের তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে বিনিয়োগে আগ্রহী।

মিডিয়াখাতে কি ধরনের বিনিয়োগ করতে আগ্রহী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্রান্সকে বলা হয়েছে তারা কি করতে চায় সে বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতে। সার্বিকভাবে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি।

আওয়ামী লীগ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী পদ্মাসেতু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর