Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের ৪১ আইনজীবীর সনদ বাতিলে বার কাউন্সিলে আবেদন


১৫ ডিসেম্বর ২০২০ ১২:১৯

বরিশাল: অন্য পেশায় নিয়োজিত নন মর্মে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জন করেছিলেন তারা। কিন্তু সনদ অর্জনের পর সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন বরিশালের ৪১ জন আইনজীবী।

এছাড়া আইনজীবীর সাইনবোর্ড ‘ঝুলিয়ে’ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও উঠেছে অনেকের বিরুদ্ধে। আইন পেশায় জড়িত না থাকলেও নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তারা। —এই রকমের নানা অভিযোগে বরিশালের ৪১ আইনজীবীর সনদ স্থায়ীভাবে বাতিলসহ হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য মো. জসিম উদ্দিন সম্প্রতি এই আবেদন করেছেন।

সনদ গ্রহণ করে অন্য পেশায় জড়িত আইনজীবীরা হলেন— মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. আবদুর রহমান খান, মো. মোফাজ্জেল হোসেন পাইক, মো. আব্দুল হাকিম, আলী আসগর ফকির, মুশফিকুর রহমান তালুকদার টুনু, এ বি এম আক্তারুজ্জামান খান, মো. আনোয়ারুল হক, মো. নাসির উদ্দিন, সুনীল বরন হাওলাদার, মো. হানিফ মল্লিক, সুজিত কুমার দেবনাথ, সুরুচি রানী, এ কে এম জালাল আহম্মেদ, শৈলেন্দ নাথ রায়, মো. রফিকুল ইসলাম, মো. খলিলুর রহমান, শুভাশিষ মণ্ডল, মো. আবদুল বারেক, মো. শাজাহান মিয়া, এসএম ইলিয়াস উদ্দিন মল্লিক, দুলাল ব্যানার্জি, আরমান ফরিদ, সুব্রত চক্রবর্তী, ফাতেমা জোহরা বীণা, মো. সালাউদ্দিন হাওলাদার লিটন, মো. শফিকুল আলম রিয়াজ, মো. শহীদুল হক রিয়াজ, মো. ফারুক বিন ওয়াহিদ, মো. সেলিম হোসেন, মো. নজরুল ইসলাম খসরু, আকতার ফারুক জাহিদ, মো. আবুয়াল সাইদ মামুন, রবীন্দ্র চন্দ্র দাস, মো. জহিরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, লুনা মুন্সী, মো. খলিলুর রহমান, দীপশঙ্কর গুপ্ত, মো. মিজানুর রহমান বাচ্চু এবং মো. আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, বার কাউন্সিলের সনদ নিয়ে কেউ অন্য পেশায় নিযুক্ত হতে পারবে না। ৪১ জন আইনজীবীর সনদ বাতিল চেয়ে বার কাউন্সিলের সচিব বরাবর পাঠানো আবেদনের অনুলিপি জেলা আইনজীবী সমিতিও পেয়েছে। জেলা আইনজীবী সমিতি আবেদনে উল্লেখিত ৪১ জনের তালিকা যাচাইবাছাই করে তাদের নোটিশ করবে। অভিযোগ প্রমাণিত হলে জেলা আইনজীবী সমিতি তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

অপরদিকে, বার কাউন্সিলও বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

আইনজীবী বার কাউন্সিল সরকারি হলফনামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর