Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনার্স-মাস্টার্স পরীক্ষার ফি মওকুফের দাবি জবি শিক্ষার্থীদের


১৫ ডিসেম্বর ২০২০ ১০:৫৪

ঢাকা: শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে করোনার পর প্রথমবারের মতো পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের ২০ তারিখ থেকে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন সম্পূর্ণ বেকার থাকা ও পরীক্ষার রুটিন দেওয়ায় নতুন করে ঢাকায় বাসা নিতে শিক্ষার্থীরা বেশ অর্থাভাবে পড়েছেন। এই অবস্থায় পরীক্ষার ফি মওকুফের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অনাবাসিক। দীর্ঘ লকডাউনে উপায় না পেয়ে শিক্ষার্থীদের বড় একটি অংশ বাসা ও মেস ছেড়ে গ্রামে চলে যান। এতে তাদের পার্টটাইম চাকরি ও টিউশনি বন্ধ হয়ে যায়। পরীক্ষার রুটিন দেওয়ায় নতুন করে বাসাও খুঁজতে হচ্ছে তাদের। এতে বেশ বিপাকে পড়েছেন তারা।

গণিত বিভাগের শিক্ষার্থী এইচ.এম.শাহীন বলেন, করোনায় অনেকের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। এমতাবস্থায় চলতি সেমিস্টার পরীক্ষার ফি জমা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের উচিত চলতি পরীক্ষার ফি মওকুফ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থীর পারিবারিক অবস্থা ভালো না। টিউশনির টাকায় তাদের খরচ চলতো। এই ডিসেম্বরে কারও টিউশনিও নাই। তারা অনেক বড় সমস্যায় পড়েছেন।

পরীক্ষার ফি মওকুফের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডা. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। প্রশাসন যা বলে সেভাবেই হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা পরীক্ষা ফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর