Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা, সংবিধান ও জাতীর জনকের মর্যাদা রক্ষার শপথ সাংবাদিকদের


১৪ ডিসেম্বর ২০২০ ২০:৩৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০০:৩৩

কুষ্টিয়া: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় গণজমায়েত করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। গণজমায়েত থেকে সাংবাদিকরা স্বাধীনতা, সংবিধান ও জাতীর জনকের মর্যাদা রক্ষায় জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে শপথ নিয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ায় যেখানে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছিল, শহরের সেই পাঁচ রাস্তার মোড়ে এই সাংবাদিক গণজমায়েত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, এই অপরাধের পেছনে কারা আছে, তাদের বের করে জাতির সামনে আনতে হবে। আর বাংলাদেশ ৩০ লাখ শহিদের রক্তে স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে এই জাতিকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। তার ভাস্কর্যের অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননার সামিল। তাই এই উগ্রপন্থিদের অবিলম্বে দমন করতে হবে। এসময় প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের নিয়ে শপথ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সোহেল রানাসহ অন্যরা। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা ছাড়াও কুষ্টিয়া ও এর আশপাশের জেলার গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। এই মামলায় গ্রেফতার আসামি মাদরাসা ছাত্র মিঠুন ও নাহিদ এবং মাদরাসা শিক্ষক আল আমিন আর ইউসুফ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গণজমায়েত বিএফইউজে ভাস্কর্য সাংবাদিকদের গণজমায়েত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর