Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: সাবেক ১০১ সচিবের প্রতিবাদ


১৪ ডিসেম্বর ২০২০ ১৮:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০০:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা এবং ভাস্কর্যবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাবেক ১০১ জন সচিব। বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে কেবল ধৃষ্টতা নয়, রাষ্ট্রদ্রোহিতার নামান্তর উল্লেখ করে তারা এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন। একইসঙ্গে উগ্রবাদী অপশক্তির এরকম সংস্কৃতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি সব নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে সাবেক সচিবরা এসব কথা জানিয়েছেন। বিবৃতিতে সরকারের সাবেক ১০১ জন সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সই করেছেন। সাবেক এই কর্মকর্তাদের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। স্বাধীন বাংলাদেশের প্রতিটি স্পন্দনে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। আমাদের অস্তিত্বের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধুকে অবমাননা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অবমাননার সমার্থক।

সাবেক সচিবরা বলেন, সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে একটি স্বার্থান্বেষী, সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে এবং তার ভাস্কর্যের অবমাননার অপচেষ্টা করছে। শুধু তাই নয়, তারা কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে, যা কেবল ধৃষ্টতা নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। আমরা বিশ্বাস করি, এই সাম্প্রদাীয়ক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী পঁচাত্তরের ঘাতকদের দোসর। আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

বিবৃতিতে ভাস্কর্যশিল্প তথা সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদের মূলোৎপাটনের উদাত্ত জানান সাবেক সচিবরা। তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপনলগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এরকম সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত প্রগতির অভিযাত্রাকে ব্যাহত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করেন সাবেক সচিবরা।

বিজ্ঞাপন

বিবৃতিতে স্বাক্ষরকারী সাবেক সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— এম আজিজুর রহমান, কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম, মোল্লা ওয়াহিদুজ্জামান, মোশাররফ হোসেন ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মো, নজিবুর রহমান, নজরুল ইসলাম, হেদায়েত উল্লাহ আল মামুন, কামরুননেসা খানম, মো. জিয়াউল ইসলাম, খোন্দকার মো. আসাদুজ্জামান, কাজী আখতার হোসেন, ড. মো. মাহফুজুর রহমান, উজ্জল বিকাশ দত্তসহ অন্যরা।

১০১ সাবেক সচিব নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য বিবৃতি ভাস্কর্য অবমাননা ভাস্কর্যের বিরোধিতা সাবেক সচিব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর