Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসিতে দুদকের অভিযান: ২ দালাল গ্রেফতার, চাকরিচ্যুত ২ জন


১৪ ডিসেম্বর ২০২০ ২১:১১

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ডিএসসিসির অঞ্চল-২ এর কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। রাতে ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি জানান, ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের অফিস কক্ষে অভিযান পরিচালনা করেছে দুদক। অভিযানে মো. আব্দুর রহমান ও মোহাম্মদ সাব্বির আলম নামে দুই দালালকে নগদ অর্থ এবং নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের বিভিন্ন ধরণের কাগজপত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের যোগসাজশের প্রমাণ পাওয়ায় দুই দালালকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে তাৎক্ষণিকভাবে চাকরি হতে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অভিযান চাকরিচ্যুত ডিএসসিসি দালাল গ্রেফতার দুদক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর