Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, আটক ১


১৪ ডিসেম্বর ২০২০ ২০:৫৬

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি চর আলগী এলাকায় গৃহবধূ এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ঘরেই ওই নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। মিরাজ চর নেয়ামত এলাকার রুহুল আমিনের ছেলে।

বিজ্ঞাপন

 বখাটে জেলে মিরাজকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পর রামগতির চর নেয়ামত এলাকা থেকে মিরাজকে আটক করে পুলিশ। আটককৃত মিরাজ চর নেয়ামত এলাকার রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি মৎস্য শিকারী।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাতে কোনো একসময় ওই নারীর ঘরে ঢুকে লুকিয়ে ছিলেন মিরাজ। পরে রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি দরজা খুলে আরও কয়েকজনকে ঢুকিয়ে নেন। পালাক্রমে ধর্ষণ করতে থাকলে ওই গৃহবধূর চিৎকারে তার মা-বাবা বাধা দিতে এগিয়ে আসেন। এসময় তাদের মারধর করেন মিরাজ ও তার সহযোগীরা। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা সবাই পালিয়ে যান।

সকালে রামগতি থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে মিরাজকেও আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ধর্ষণের ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়ছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানিয়েছেন, ধর্ষণের শিকার গৃহবধূর চিকিৎসা চলছে। তার সেরে উঠতে সময় লাগবে। মিরাজ ও তার সহযোগীদের হামলায় আহত মা-বাবাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আটক ১ গৃহবধূকে ধর্ষণ দলবেঁধে ধর্ষণ রামগতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর