বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন (ফটো স্টোরি)
১৪ ডিসেম্বর ২০২০ ১৯:২২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৯:২৯
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে একাত্তরে বিজয়ের ঠিক আগে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা ১৪ ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবী নিধনে শুরু করে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস তাই বাঙালির জীবনের অন্যতম শোকের দিন।
সোমবার (১৪ ডিসেম্বের) সকালে তাই শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। একই সঙ্গে সারাদেশে শ্রদ্ধা জানানো হয় শহিদ বৃদ্ধিজীবীদের। ছবি: হাবিবুর রহমান, সুমিত আহমেদ ও শ্যামল নন্দী