Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা


১৪ ডিসেম্বর ২০২০ ১৯:১৬

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার (১৪ ডিসেম্বর) দুপু‌রে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় শহিদ গোলাম রশিদ বকুলের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।

এ সময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আতর আলী, তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মাওলানা ওবায়দুল হক, হারুন অর রশিদ, কামরুল হাসান, আব্দুল ওয়াদুদ, সামসুল হক, নাসির উদ্দিন, রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. মুন্না খাঁন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ নভেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণ করেন গোলাম রশিদ বকুল। এছাড়া জানা গেছে ৯ মাস মুক্তিযুদ্ধে রূপগঞ্জের আও ১০ জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হয়েছেন।

উপজেলা প্রশাসন তারাবো রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর