পুরনো তফসিলে ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন
১৪ ডিসেম্বর ২০২০ ১৭:৪৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ২৩:৫৬
ঢাকা: আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নতুন করে কোনো প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে সিটি নির্বাচনের সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬-এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে। তবে যারা প্রার্থী আছেন তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না
সোমবার (১৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব মোহাম্ম আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিতম করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন দুই দফায় স্থগিত করেছে নির্বাচন কমিশন। করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ প্রথম দফায় চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হয়।এরপর গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় ফের চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হলো।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্বাচনের এক সপ্তাহ আগে গত ২১ মার্চ প্রথম দফায় চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হয়।এরপর দ্বিতীয় দফায় ১৪ জুলাই ফের চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিত করা হলো।
চট্টগ্রাম সিটি নির্বাচনে বৈধ ছয় প্রার্থী ছিলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে ২ শতাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট হয়। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।