Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসি প্রদীপের ইয়াবা কারবার জেনে যাওয়ায় মেজর সিনহাকে হত্যা: র‍্যাব


১৩ ডিসেম্বর ২০২০ ১৮:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৭:৪০

ঢাকা: কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ইয়াবা বাণিজ্য ও নানা ধরনের নির্যাতন-নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ডের কথা জেনে যাওয়ার কারণেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

মেজর (অব.) সিনহা হত্যা মামলার তদন্তে এ তথ্য উঠে এসেছে। তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে থানায় বসে ওসি প্রদীপসহ পাঁচ জন মিলে এই হত্যার পরিকল্পনা করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান। তিনি জানান, এদিন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আরও পড়ুন-

মেজর সিনহা হত্যা মামলা তদন্তের দায়িত্ব নেওয়ার চার মাস দশদিন বা ১৩০ দিন পর রোববার মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে র‌্যাব। মামলায় মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯ জন টেকনাফ থানার বরখাস্ত হওয়া পুলিশ সদস্য, তিন জন এপিবিএন সদস্য এবং স্থানীয় তিন জন বেসামরিক নাগরিক।

২৬ পৃষ্ঠার চার্জশিটে যে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে, এর মধ্যে ১৪ জনকেই র‌্যাব গ্রেফতার করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। সাগর দেব নামে একজন পুলিশ সদস্য পলাতক রয়েছেন।

আশিক বিল্লাহ বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ কুমার দাশ। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ওসি প্রদীপ বাকি অভিযুক্তদের সহযোহিতা করেন।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, মেজর সিনহা তার ইউটিউব চ্যানেলের জন্য কক্সবাজার এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এসময় তার সঙ্গে স্থানীয়দের সখ্য গড়ে ওঠে। সেসময় ওসি প্রদীপের নির্যাতনের ঘটনা এবং ইয়াবা বাণিজ্য সম্পর্কে তথ্য পান তিনি। ওসি প্রদীপও এর মধ্যে মেজর সিনহা সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যান। এক পর্যায়ে এ বিষয়ে ওসি প্রদীপের বক্তব্য নিতে থানায় গেলে ওসি প্রদীপ তাকে বক্তব্য না দিয়ে উল্টো সরাসরি হুমকি দেন। সেই সঙ্গে এই কাজ থেকে বিরত থাকতেও বলেন। হুমকিতে মেজর সিনহা পিছুপা না হলে তাকে হত্যা করা হয়।

আশিক বিল্লাহ বলেন, ওসি প্রদীপ টেকনাফে একটি রাজ্য গড়ে তুলেছিল। সেটি কর্তৃপক্ষের অগোচরে রাখতেই তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন মেজর সিনহাকে। কিন্তু সিনহা তার কর্মকাণ্ড অব্যাহত রাখলে ওসি প্রদীপ, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও তার সহযোগীরা হত্যার মতো ন্যাক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হয়। অর্থাৎ ওসি প্রদীপ তার অন্তরালের কর্মকাণ্ড গোপন রাখতেই এ ঘটনা ঘটিয়েছেন।

গত ৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করে।

এ ঘটনা তদন্তে গত ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে একই দিন আরেক চিঠিতে যুগ্মসচিব পদমর্যাদার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে ‘আরও শক্তিশালী’ চার সদস্যের কমিটি করে দেওয়া হয়। একাধিক দফায় সময় নেওয়ার পর গত ৭ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ৮০ পৃষ্ঠার এই প্রতিবেদন দাখিল করে কমিটি।

ঘটনার পাঁচ দিন পর ৫ আগস্ট মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলি ও এসআই নন্দ দুলাল রক্ষিতসহ ৯ পুলিশকে আসামি করা হয়

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকমান্ডো ট্রেনিংপ্রাপ্ত সাবেক এসএসএফ সদস্য। দুই বছর আগে তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যান। তিনি ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় অবস্থান করছিলেন। তার সঙ্গে আরও তিন সঙ্গী ছিলেন।

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতেই তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানিয়ে ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। তবে ঘটনার যে বিবরণ পুলিশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন-

মেজর সিনহা হত্যা: আরেক পুলিশ সদস্য গ্রেফতার

মেজর সিনহা নিহতের ঘটনায় সংসদীয় কমিটির উদ্বেগ

মেজর সিনহার মাকে ফোন, বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

মেজর সিনহা হত্যা: এবার এপিবিএনে’র ৩ সদস্য গ্রেফতার

মেজর সিনহা হত্যা মামলা: আরও ৭ দিন পেল তদন্ত কমিটি

সিনহা হত্যায় ৮০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

মেজর সিনহার মৃত্যু: কে বাদী, কে আসামি— উঠে আসবে তদন্তে

ওসি প্রদীপ-পরিদর্শক লিয়াকত-এসআই নন্দলাল ৭ দিনের রিমান্ডে

মেজর সিনহা হত্যা: গ্রেফতার ৩ এপিবিএন সদস্য ৭ দিনের রিমান্ডে

সিনহা হত্যা পরিকল্পিত নাকি তাৎক্ষণিক— জবাব তদন্ত প্রতিবেদনে

উসকানিতে সেনা-পুলিশ সম্পর্ক নষ্ট হবে না: সেনাপ্রধান ও আইজিপি

সিএমপির হেফাজতে ওসি প্রদীপ, নেওয়া হচ্ছে কক্সবাজারের আদালতে

মেজর (অব.) সিনহাকে খুব কাছে থেকে গুলি করা হয়: ময়নাতদন্ত প্রতিবেদন

ইয়াবা কারবার ওসি প্রদীপ ওসি প্রদীপ কুমার দাশ টপ নিউজ মেজর সিনহা মেজর সিনহাকে হত্যা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর