Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল্ডেন মনিরের অস্ত্র মামলায় প্রতিবেদন ১২ জানুয়ারি


১৩ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫

ফাইল ফটো: গোল্ডেন মনির

ঢাকা: রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১২ জানুয়ারি পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক নতুন করে সময় বেঁধে দেন প্রতিবেদন দাখিলের জন্য।

গত ১০ ডিসেম্বর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গোল্ডেন মনির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর