মৌলভীবাজারে পাখি বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ
১৩ ডিসেম্বর ২০২০ ০৯:৩৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১০:২৬
মৌলভীবাজার : প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন’। সংগঠনটি ঘোষণা দিয়েছে, এই শীতে কোনো পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ কেজি চাউল।
সংগঠনের কর্মীরা গতকাল শুক্রবার ভোরে কনকনে শীত উপেক্ষা করে পাখি শিকারিদের খোঁজে মৌলভীবাজার হাকালুকি হাওর, বাইক্কাবিল, কমলগঞ্জের শমসেরনগর, শ্রীমঙ্গলের হাইল-হাওরে অভিযান চালান। অভিযান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হৃদয় দেবনাথ বলেন, শীত আসলেই হাইল হাওর বেষ্টিত জেলা মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পাখিদের অভয়ারণ্য তৈরি হয় । অতিথি পাখিরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এই জেলাকে নিরাপদ মনে করে। এ সুযোগ কাজে লাগিয়ে পাখি শিকারিরা তৎপর হয়ে ওঠে । তাই পাখি শিকার রোধে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভাসহ বিভিন্ন সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে।
এছাড়াও বক্তব্য রাখেন- জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় দেবনাথ, সম্পাদক সৈয়দ আফজাল হোসেন, সুভাষ দাশ তপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই উদ্যোগের বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন প্রাণ-প্রকৃতি রক্ষায় যেভাবে নিরলস কাজ করে যাচ্ছে তার জন্য হৃদয় দেবনাথসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি । পাখি বাঁচাতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল মৌলভীবাজারের বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম বলেন, পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সকলে এগিয়ে আসলে কাজটা সহজ হবে।
অতিথি পাখি জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন বাইক্কাবিল মৌলভীবাজার হাকালুকি হাওর