পুলিশ পাহারায় ‘স্বাধীনতা সংগ্রাম’
১২ ডিসেম্বর ২০২০ ১৭:২২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৩:২১
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের পর দেশের অন্যান্য ভাস্কর্যগুলো নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই পরিপ্রেক্ষিতে দেশের সব জেলা-উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরাল ও প্রতিকৃতির (ভাস্কর্য) নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যসহ অন্যান্য ভাস্কর্য রক্ষায় মোতায়েন করা হয়েছে পুলিশ। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ