Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’


১২ ডিসেম্বর ২০২০ ১৬:৩৮

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে `বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র` শিরোনামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, `আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী আছে, যারা ইসলামের নামে ভাস্কর্য ধ্বংস করার জন্য এবং বুড়িগঙ্গায় নিক্ষেপ করার মতো এ রকম দুঃসাহসিক শব্দ উচ্চারণ করেছেন। আমি বলতে চাই, এই ধর্ম ব্যবসায়ীরা নতুন নয়, খোলাফায়ে রাশেদীনের চার খলিফার মধ্যে তিন জনকে তারা হত্যা করেছিল, তারা খারিজি সম্প্রদায়ের; প্রকৃত ইসলামের অনুসারী নয়।`

আ ক ম মোজাম্মেল হক বলেন, `আজকে সংবিধান লংঘন করে আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এগুলো করছে তারপর তারা বহাল তবিয়তে ঘুরঘুর করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাই আমরা আশা করব ভাস্কর্যের বিরুদ্ধে যারাই আস্ফালন করেছে রাষ্ট্র তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাষ্ট্রযন্ত্র নিষ্ক্রিয় না থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।`

ভাস্কর্যের বিরোধিতাকারীদের প্রতি সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, `আদালত কী করেছে তা আমাদের দেখার বিষয় নয়। সরকার কী করছে সেটা আমাদের আগে দেখা দরকার। তাই আমাদের সংবিধান রক্ষার জন্য বঙ্গবন্ধু যে কারণে দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য সরকার আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেবে, যাতে মানুষ আইন নিজ হাতে তুলে না নেয়।`

বিজ্ঞাপন

সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রকৌশলী রেজাউল করিম ভূঁইয়া, বইয়ের লেখক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ড. অরুপরতন চৌধুরী, লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা এম এ করিম এবং আগামী প্রকাশনীর পরিচালক গীতি আসমা প্রমুখ।

টপ নিউজ বিরুদ্ধে ব্যবস্থা ভাস্কর্যের বিরোধিতাকারী সরকার

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর