নরসিংদী হানাদার মুক্ত দিবস আজ
১২ ডিসেম্বর ২০২০ ১০:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১১:৩৬
নরসিংদী : আজ ১২ ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত দিবস। একাত্তরের এইদিনে পাকবাহিনীর পরাজয়ের মধ্যদিয়ে ঢাকার পার্শ্ববর্তী এই জেলা হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি নরসিংদী-বাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয়।
মুক্তিযুদ্ধে নরসিংদীর বিভিন্ন স্থানে শতাধিক খ- যুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে জেলার ১১৬ জন বীর সন্তান শহীদ হন। এছাড়াও বহু মা-বোনের নীরব আত্মত্যাগের বিনিময়ে নরসিংদী হানাদার মুক্ত হয়।
দেশ মাতৃকার ডাকে সারা দিয়ে একাত্তরের সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন জেলার আপামর জনসাধারণ। রুখে দাঁড়িয়ে ছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ১২ ডিসেম্বর পাকবাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী পাক হানাদার মুক্ত হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর জানিয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সারাবাংলাকে জানান, বীর মুক্তিযুদ্ধাদের নামে বিভিন্ন সড়ক নির্মাণ ও গণ কবরগুলোর সংস্কার কাজ চলছে। এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালন করা হবে নরসিংদী মুক্ত দিবস।