রাশিয়ায় দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
১২ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১২:০৮
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬১৩ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
শুক্রবার (১১ ডিসেম্বর) পর্যন্ত রাশিয়ার সরকারি হিসাবে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮১৩ জনের। একই সময়ে রাশিয়াজুড়ে সাড়ে ২৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মস্কোতেই রয়েছেন সাড়ে সাত হাজার জন। এনিয়ে দেশটি মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৭ হাজার ৭১১ জনে।
এদিকে, শনিবার (১২ ডিসেম্বর) রাজধানী মস্কোতে সংক্রমণবহুল এলাকাগুলোতে করোনা টিকা দেওয়া শুরু হবে। যদিও, সেন্টপিটার্সবার্গের মতো শীর্ষ সংক্রমণ ঝুঁকিতে থাকা শহরগুলোর জন্যও লকডাউন আরোপ করা হয়নি।
রাশিয়ার স্বাস্থ্য বিভাগ মনে করছে, লকডাউন নয় বরং কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলা এবং টিকা নেওয়ার মাধ্যমেই মহামারি মোকাবিলা করতে হবে।
এ ব্যাপারে মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, সোমবার (১৪ ডিসেম্বর) থেকে মস্কোর সাধারণ মানুষের মধ্যে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে – ইতোমধ্যেই দেড় লাখ রাশিয়ান করোনা টিকা নিয়ে ফেলেছেন।
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস মস্কো রাশিয়া সার্জেই সোবিয়ানিন সেন্ট পিটার্সবার্গ