Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


১১ ডিসেম্বর ২০২০ ২১:৫৩

চুয়াডাঙ্গা: জেলা পৌরসভার সাধারণ নির্বাচনে ৭ জন মেয়র, ১৩ জন সংরক্ষিত ও ৬৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকূলে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত প্রতীক বরাদ্দের কার্যক্রম চলে।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার তারেক আহমেদ শুক্রবার বিকালে জানান, চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে প্রতীদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সিরাজুল ইসলাম মনি (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত তুষার ইমরান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ মাসরেকী (কম্পিউটার), মজিবুল হক মালিক (মোবাইল ফোন), মনিবুল হাসান (নারিকেল গাছ) ও সৈয়দ ফারুক উদ্দিন (জগ)।

বিজ্ঞাপন

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে প্রতীক পেয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে চাঁদনী খাতুন (অটোরিক্সা), নাসরিন পারভিন (জবা ফুল), শাহিনা আক্তার (চশমা) ও সুফিয়া খাতুন (আনারস), ২ নম্বর ওয়ার্ডে বিলকিস নাহার (চশমা), হাসিমা খাতুন (টেলিফোন) ও সুলতানা আঞ্জু (আনারস), ৩ নম্বর ওয়ার্ডে আন্না খাতুন (আনারস), জাহানারা খাতুন (আংটি), শেফালী খাতুন ( চশমা), শাহানা খাতুন (টেলিফোন), মোমেনা খাতুন (জবা ফুল) ও জাহানারা বেগম (অটোরিক্সা)।

এদিন কাউন্সিলর পদেও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ হবে। এদিন ৬৭ হাজার ৮০৮ জন ভোটার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিজ্ঞাপন

ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা নির্বাচন প্রতীক বরাদ্দ মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর