Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনে বসে ফোনালাপ, প্রাণ গেল খালা-ভাগ্নির


১১ ডিসেম্বর ২০২০ ১৭:৪৬

ফাইল ছবি

সিরাজগঞ্জ: জেলায় রেল সড়কের ওপরে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে খালা ও তার বোনের মেয়ের (ভাগ্নি) মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের পর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন আছিনূর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনূর। এতে গুরুতর আহত হয় নূপুর।

স্থানীয়রা এ অবস্থায় নূপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণ পরে তারও মৃত্যু হয়।

টপ নিউজ ট্রেনে কাটা ঢাকা-ঈশ্বরদী ভাগ্নি রেল সড়ক