সিটি সেন্টার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা যুবকের নাম ‘জীবন’
১১ ডিসেম্বর ২০২০ ১৭:১৪
ঢাকা: মতিঝিল সিটি সেন্টারের ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম জীবন হোসেন (২১)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর কাগজীপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যুবকের মরদেহ শনাক্ত করে তার স্বজনরা।
মৃত জীবনের ভগ্নিপতি মো. জামাল দেওয়ান জানান, গ্রামের বাড়িতেই থাকতো জীবন, কিছুই করতো না। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সে বাড়ি থেকে ঢাকায় আসে। তবে ঢাকায় কোথায় কার কাছে আসে তা জানা যায়নি। গতরাত ৩টার দিকে পুলিশ তার মুঠোফোন থেকে আমাদের তার মৃত্যুর খবর জানায়। কেন বা কি কারণে জীবন, সিটি সেন্টারে গিয়েছে তা জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে সিটি সেন্টারের সামনের রাস্তা থেকে অজ্ঞাত হিসেবে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে খবর পাই সিটি সেন্টারের সামনের রাস্তায় একটি মরদেহ পরে আছে। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে সে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।