Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ালন্দ উপজেলার উপনির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী


১০ ডিসেম্বর ২০২০ ২১:২৯

রাজবাড়ি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা মুন্সী ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬০৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মো. মাহুব আলম ২ হাজার ৩৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহবুবুর রাব্বানী ১ হাজার ৯২৮ ও সুলতান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০৫ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯১ হাজার ৪৪০জন। এদের মধ্যে ৪১ হাজার ৯১১ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ৩৬৩টি ভোট বাতিল ঘোষণা করা হয়। একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ৩৫টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ অক্টোবর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম মারা গেলে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়।

আওয়ামী লীগ উপজেলা পরিষদ উপনির্বাচন চেয়ারম্যান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর