Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিপ্লব বিজয়ী


১০ ডিসেম্বর ২০২০ ২১:১৫

গাইবান্ধা: জেলার নবগঠিত পলাশবাড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেন।

নারকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬০২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ জন এবং নারী ১৬ হাজার ২৬৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা পলাশবাড়ি পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর