Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৯ জেলে


১০ ডিসেম্বর ২০২০ ১৯:৪৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৯:৪৬

মোংলা: প্রপেলর ভেঙে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৯ জেলে। এরপর ভারতীয় কোস্টগার্ড বোটটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন সদর দফতরে উদ্ধার হওয়া ওই বোট ও জেলেদের আনা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম এ তথ্য জানান। বোর্ট মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারে। তাদের সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এফবি রানা নামের ফিসিং বোটটিতে ১৯ জন জেলে গত ১৫ নভেম্বর গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। এরপর ২৩ নভেম্বর বোটটির প্রপেলর (পাখা) ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝসাগরে ভাসার পর ইন্ডিয়ান কোস্ট গার্ড জাহাজ ভদর তাদের দেখতে পায়।

গত ৮ ডিসেম্বর ইন্ডিয়ান কোস্টগার্ড ওই বোটটি উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টার সময় বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ সিজি সোনার বাংলার কাছে হস্তান্তর করে। এরপর ১০ ডিসেম্বর দুপুরে তাদের কোস্ট গার্ডের মোংলা পশ্চিম জোন সদর দফতরে আনা হয়।

এ ঘটনায় দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুঃস্থ জেলেসহ সবার সহযোগিতা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা করে আসছে।’ এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ইঞ্জিন বিকল কোস্টগার্ড টপ নিউজ প্রপেলর ভেঙে বঙ্গোপসাগর ভারতীয় কোস্টগার্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর