Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় কালীগঞ্জে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ৫


১০ ডিসেম্বর ২০২০ ১৮:০৭

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে একজন নিহত হয়েছে। নিহত মিরাজ হোসেন (২৫) বাসের হেলপার। দুর্ঘটনা আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ নিহত হয়। আহত হয় বাসের থাকা যাত্রীদের মধ্যে ৫ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ দুর্ঘটনা বাস নিয়ন্ত্রণ বাসের হেলপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর