Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি


১০ ডিসেম্বর ২০২০ ১৭:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৭:২০

৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে মানবন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা। পাশাপাশি দ্রুত স্নাতক শেষ বর্ষের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেন তারা।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএসে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি হওয়ায় আমরা এখন অংশ নিতে পারব না। তাই ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হোক।

৪০তম বিসিএস পরীক্ষার লিখিত ও ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা এখনো অনুষ্ঠিত না হওয়া সত্ত্বেও ৪৩তম বিসিএসের আবেদনের শেষ সময়সীমা জানুয়ারিতে রাখাটা অযৌক্তিক জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাই হয়নি। ৪৩তম বিসিএসের জন্য নতুন কোনো ব্যাচের ফাইনাল পরীক্ষাও হয়নি। সেখানে ৪৩তম বিসিএসের আবেদনের শেষ সময় জানুয়ারিতে রাখার কোনো মানে হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা মনে করছেন, ৪৩তম বিসিএসে অংশ নিতে না পারলে তাদের জীবন থেকে এক বা দেড়বছর নষ্ট হয়ে যেতে পারে। তারা বলেন, যদি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা ৪৩তম বিসিএসে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আমাদের জীবন থেকে এক বা দেড় বছর চলে যাবে। কেননা ৪৪তম বিবিএসের সার্কুলার ২০২২ সালের আগে হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে শেষ বর্ষের সব পরীক্ষা দ্রুত গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী স্নিগ্ধা দেবনাথ বলেন, ‘চতুর্থ বর্ষের পরীক্ষা যাদের হয়ে গেছে, তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, করোনার কারণে অ্যাকাডেমিক কার্যক্রম শেষ করতে পারিনি। ফলে আমরা ৪৩তম বিসিএস পরীক্ষাটি ধরতে পারছি না। এটি নিয়ে আমরা খুবই হতাশায় ভুগছি, প্রশাসন যদি আমাদের এই বিষয়টি মানবিকভাবে দেখে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয় এবং সরকারও যদি বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়িয়ে দেয়, তাহলে হতাশার জায়গাটি কাটিয়ে উঠতে পারব।’

২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ৪৩তম বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় মানববন্ধন স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর