Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মাসেতুতে যান চলাচল শুরু হবে ২০২২ সালে’


১০ ডিসেম্বর ২০২০ ১৬:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২০:৫৫

ঢাকা: পদ্মাসেতু দিয়ে ২০২২ সালের জুন থেকে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এই সেতুটি বাংলাদেশের স্বপ্নের সেতু। পদ্মার দুই পাড় আজ একাকার হয়েছে। আর এতে ২০২২ সালের জুন মাস থেকে যান চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ’ নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে কি-নোট উপস্থাপন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

বিজ্ঞাপন

প্যানেল আলোচকদের মধ্যে বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসী নাহার, ইকোনোমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, মেট্রোপলটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, ইউরোপ ইউনিয়নের হেড অব ডেলকেশন এবং ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এই সেতুর সব বিষয়ে দেখাশোনা করি। আজকে সেতুর সবগুলো স্প্যান জোড়া লেগেছে। আরও কাজ বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে পদ্মাসেতু চালু হবে।

২০২২ সাল আনোয়ারুল ইসলাম টপ নিউজ পদ্মাসেতু মন্ত্রিপরিষদ সচিব যান চলাচল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর