Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার মাধ্যমিকগুলোতে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর


১০ ডিসেম্বর ২০২০ ১৫:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২০:৫৫

ঢাকা: ঢাকা মহানগরীর সরকারি মধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এরপর ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারি সম্পন্ন হবে একটি সফটওয়্যরের মাধ্যমে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো ভর্তির এই প্রস্তাব বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয়েছে। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন মাউশির উপ-পরিচালক এনামুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ‘আমরা যে নীতিমালা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম সেটি কিছুটা পরিবর্তিত হয়ে অনুমোদন পেয়েছে। এখানে ভর্তি ফরমের মূল্য ১৭০ টাকার বদলে ১১০ টাকা করা হয়েছে। আর ক্যাচমেন্ট এরিয়া ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। লটারি করতে মানুষের পরিবর্তে একটি সফটওয়্যারকে নির্বাচন করা হয়েছে।’

তিনি জানান, টেলিটক মোবাইল কোম্পানির সহায়তায় লটারি প্রক্রিয়া পরিচালিত হবে।

এবারও মহানগরের বিদ্যালয়গুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করে ভর্তির কাজ করা হবে। এবার একজন শিক্ষার্থী একটি ক্যাটাগরির পাঁচটি বিদ্যালয়ে ভর্তির জন্য পছন্দক্রম দিতে পারবেন। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। টেলিটক মোবাইলের মাধ্যমে ঢাকা মহানগরীর সবকটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। ঢাকার বাইরের সরকারি বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঢাকায় ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি শাখা রয়েছে। এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০ হাজারের বেশি আসন রয়েছে। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয়ও যুক্ত হচ্ছে।

বিজ্ঞাপন

১৫ ডিসেম্বর টপ নিউজ ভর্তির আবেদন মাউশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর