Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবেন সুইস দূত


১০ ডিসেম্বর ২০২০ ১৪:৪৯

ঢাকা: বাংলাদেশ-সুইজারল্যান্ড দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেন রাষ্ট্রদূত নাথালি শিউআখ্।

এসময় ১৯৭২ সালের ২১ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেনেভায় আগমনের একটি ঐতিহাসিক ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত শিউআখ্। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কিছু দিন পর বাংলাদেশের জাতির জনক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সুইস সরকারের আতিথেয়তায় জেনেভা সফর করেন।

ঢাকার সুইস মিশন জানিয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল।

রাষ্ট্রদূত শিউআখ্ জানান, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ প্রায় পাঁচ দশক ধরে গভীর এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রেখে চলেছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করাতে তিনি কাজ করে যাবেন। বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সুইস অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত শিউআখ্ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অস্থায়ী আসনের জন্য ২০২৩-২০২৪ মেয়াদে সুইজারল্যান্ডের প্রার্থিতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিজ্ঞাপন

সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক গড়ে উঠেছে। মানবিক সহায়তা এবং উন্নয়ন সহযোগিতা প্রথমদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা করে যা আজও প্রাধান্য পেয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলিতে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপরও দু’দেশ মনোনিবেশ করছে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, সুরক্ষা এবং সহায়তা প্রদানে সুইজারল্যান্ড বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করে যাবে। গণতান্ত্রিক শাসন ও মানবাধিকারসহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও গঠনমূলকভাবে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। কোভিড-১৯ অতিমারি মোকাবিলায় ও এই সংকট থেকে উত্তরণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে এবং ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্কের অধিক (৭০ কোটি টাকার সমপরিমাণ) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সারাদেশে ২০টিরও বেশি জরুরি ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে সুইজারল্যান্ড নাগরিক সমাজ ও সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। আকর্ষণীয় আর্থ-সামাজিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণের পথে ও টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের দিকে বাংলাদেশের অব্যাহত যাত্রায় সুইজারল্যান্ড পাশে থাকবে।

টপ নিউজ বাংলাদেশ সুইজ্যারল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর