Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে মটো জি৯ প্লাস


৯ ডিসেম্বর ২০২০ ২৩:৩১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২৩:৪২

ঢাকা: দেশের বাজারে ‘মটো জি৯ প্লাস’ নামের নতুন একটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে মোবাইল ফোন নির্মাতা কোম্পানি মটোরোলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি বিশ্ববাজারে আসা মটোরোলার এই স্মার্টফোনটিতে সর্বাধুনিক ফিচারগুলো ব্যবহার করা হয়েছে। একই মাসে দেশের বাজারে আরও দু’টি স্মার্টফোন এনেছে এই মোবাইল কোম্পানি।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মটো জি৯ প্লাস স্মার্টফোনটির উদ্বোধন করে মটোরোলা। এসময় উপস্থিত ছিলেন মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ডিরেক্টর প্যানেলের সদস্য ইউনুস আল মামুন, মাহফুজুর রহমান ও চৌধুরী ফাহরিয়ার (সিওও) এবং দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তা নাবিল নেওয়াজ, শাফিন ইনজাম ও সাদনান শিহাব।

বিজ্ঞাপন

মটোরোলা জানায়, গত মাসে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১১.১১ সেল ও ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইনে বিশাল সাফল্যের পর ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন করা হলো।

মটো জি৯ প্লাস ফোনটিতে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের সঙ্গে সর্বাধুনিক ও আল্ট্রা-ফাস্ট স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.৮ ইঞ্চি এইচডিআর১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মটোরোলার ফ্যানরা দারাজ থেকে ফোনটি কিনলে ভালো ডিসকাউন্ট ও কুপন পাবেন।  এমনকি শূন্য শতাংশ সুদে ইএমআই বা কিস্তিতেও ফোনটি কিনতে পারবেন। দারাজের আসন্ন ফ্ল্যাগশিপ ১২.১২ ক্যাম্পেইন উপলক্ষে স্মার্টফোনপ্রেমীরা ফোনটি কিনতে পারবেন ২৫ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির বাজার মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, মটো জি৯ প্লে ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে।  দারাজে ফোনটি ১৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও আসন্ন ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায়। স্মার্টফোনপ্রেমীরা যদি দারাজের প্রি-পেমেন্ট আপশনটি ব্যবহার করেন, তাহলে ইএমআই সুবিধা ও আরও বেশি ডিসকাউন্টের জন্য কুপন পাবেন।

মটোরোলার নতুন তৃতীয় ফোনটির মডেল মটো জি৮ পাওয়ার লাইট। এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে। দারাজে ফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও ১২.১২ ক্যাম্পেইনে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়। দারাজের প্রি-পেমেন্ট অপশনটি ব্যবহার করলে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা ও ডিসকাউন্ট পাবেন।

মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি ভিডিও বার্তায় বলেন, সম্প্রতি বাজারে আসা মটোরোলা স্মার্টফোনের সফলতায় আমরা খুবই আনন্দিত। বাংলাদেশে আমাদের ব্র্যান্ড ও পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসায় আমরা সিক্ত। মটো জি৯ প্লাসের মধ্য দিয়ে ‘জি’ পরিবারের সবচেয়ে সফল গ্লোবাল স্মার্টফোনটি আমরা উদ্বোধন করলাম এবং বাংলাদেশের বাজারে এই ফোনের সফলতার বিষয়ে আমরা নিশ্চিত। দারাজের ১২.১২ ক্যাম্পেইন নিয়ে আমরা খুবই এক্সাইটেড এবং এই ক্যাম্পেইন চলাকালে আমাদের পণ্যের সফলতার জন্য অপেক্ষা করছি।

সেলেক্সট্রা লিমিটেডের চেয়ারম্যান মাহামুদ হোসেন বলেন, আমাদের যাত্রায় গুরুত্বপূর্ণ অনলাইন অংশীদার হিসেবে দারাজকে পেয়েছি, যা আমাদের যাত্রার প্রয়োজনীয় সফলতা অর্জনে সহায়তা করেছে। আমরা বাংলাদেশে মটোরোলার ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করা যায় কি না, সেটা বিবেচনা করতে চাই।

দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে মটোরোলা ব্র্যান্ডের নতুন যাত্রায় অংশীদার হতে পেরে দারাজ খুবই আনন্দিত। আমরা এরই মধ্যে ‘জি’ সিরিজের মটো জি৮ পাওয়ার লাইট ও মটো জি৯ প্লে উদ্বোধন করেছি এবং গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। গ্রাহকদের সাড়া ও রিভিউই ‘জি’ সিরিজের আরেকটি পণ্য উদ্বোধনের অনুপ্রেরণা জুগিয়েছে।

দারাজ বাজারে মটোরোলা জি মটো জি৯ প্লাস মটোরোলা সেলেক্সট্রা