৯ জেলায় নতুন পুলিশ সুপার, সমমর্যাদার আরও ১৬ কর্মকর্তার পদায়ন
৯ ডিসেম্বর ২০২০ ২০:৩৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২৩:৩০
ঢাকা: দেশের ৯ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া পুলিশ সুপার ও সমমর্যাদার ১৬ কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস চারটি আলাদা প্রজ্ঞাপনে নতুন ও পদায়নের কথা জানান।
নতুন ৯ পুলিশ সুপার হলেন সৈয়দা জান্নাত আরা কুড়িগ্রাম, মীর মোদাচ্ছের হোসেন রাঙ্গামাটি, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বরগুনা, মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার, মোহাম্মদ জহিরুল ইসলাম মাগুরা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠাকুরগাঁও, আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ, হাসান নাহিদ চৌধুরী শেরপুর এবং এম এম শাকিলুজ্জামান রাজবাড়ী জেলা।
পুলিশ সুপার মর্যাদার বাকি ১৬ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় ও রেঞ্জ কার্যালয় ও পুলিশ অধিদফতরে পদায়ণ করা হয়েছে।