‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিই বাংলাদেশের মানচিত্র’
৯ ডিসেম্বর ২০২০ ২০:১৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২০:২৪
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকেই বাংলাদেশের মানচিত্রের প্রতিরূপ বলে আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, আজ যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে আঘাত করছে, তারা জানে— বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিই হচ্ছে বাংলাদেশের মানচিত্র।
বুধবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
মানববন্ধনে এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমরা জানি, একাত্তরের পরাজিত শক্তিরা পঁচাত্তরে চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দিতে। তারা চেষ্টা করেছিল পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দিতে। তারা সেদিন সফল হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন সফল হয় নাই, আজকে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে আঘাত করছে। তারা জানে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। তাই তারা আমাদের সংবিধানের ৭(ক) অনুচ্ছেদকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। আমাদের সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতিকৃতির অবমাননা প্রদর্শিত হলে সেটা হবে দেশদ্রোহিতার সামিল।’
তিনি আরও বলেন, তারা এই দেশকে ভালোবাসে না। তারা এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না। তাই তারা এসব অন্যায়-অপকর্ম করছে। আমরা সোচ্চারভাবে বলতে চাই, যারা এ ধরনের অন্যায়-অবিচার করবে, দেশদ্রোহিতা করবে, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদের প্রত্যেককে আমরা বিচারের সম্মুখীন করব। তাদের প্রত্যেককে আমরা এই দেশে কঠিন শাস্তির মুখোমুখি করব। তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস মানববন্ধনে অংশ নিয় বলেন, ‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই অপশক্তির এই আক্রমণ নতুন না। ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা মনে করেছিল, বাংলার বুক থেকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তা নিশ্চিহ্ন হয়নি। কারণ বঙ্গবন্ধু মানেব বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি চেতনা, একটি আদর্শ, যেটি বাঙালি জাতির অন্তরে গেঁথে আছে। কোনোভাবেই সেটা মুছে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছি। বাংলার বুক থেকে আমরা চিরতরে জঙ্গিবাদ নির্মূল করেছি। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বুক থেকে সকল মৌলবাদ নির্মূল হবে। সব মৌলবাদকে আমরা নিশ্চিহ্ন করে দেবো এবং মুক্তিযুদ্ধের চেতনায় সব প্রগতিশীল শক্তি আবার ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব বলেন, বঙ্গবন্ধু আমাদের বুকে আছে, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, চেতনা। এই চেতনাকে নিয়ে বাংলাদেশকে আমরা সোনার বাংলা গড়ে তুলব ইনশাল্লাহ।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ, মোখলেছুর রহমান বাদল, মমতাজ উদ্দিন মেহেদী, এস এম মুনীর, বাকির উদ্দিন ভূঁইয়া, ইমতিয়াজ ফারুক, আজহারুল্লা ভূঁইয়া, লায়েকুজ্জামান মোল্লাসহ অন্যরা।
মানববন্ধন থেকে জানানো হয়, আগামী রোববার (১৩ ডিসেম্বর) থেকে দেশের সব আইনজীবী সমিতি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে বলে জানানো হয় মানববন্ধনে।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস