শাহজালালে পাওয়া গেল আড়াই শ কেজির বোমা
৯ ডিসেম্বর ২০২০ ১৬:৫৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২০:৩১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের সময় প্রায় আড়াই শ কেজির একটি সিলিন্ডার বোমা পাওয়া যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।
তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের পাইলিংয়ের কাজ করা হচ্ছিল সকালে। এমন সময় শ্রমিকরা দেখতে পান সিলিন্ডার সদৃশ বোমা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি দুপুরের দিকে নিষ্ক্রীয় করে।
পরিচালক আরও বলেন, ‘আমরা ধারণা করছি ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।