Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুঁটির কাছে নেওয়া হচ্ছে পদ্মাসেতুর শেষ স্প্যান, বসবে কাল


৯ ডিসেম্বর ২০২০ ১৫:৪১

ঢাকা: বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বসবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ পদ্মাসেতুর শেষ স্প্যান। এজন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের পতাকা শোভিত পদ্মাসেতুর সর্বশেষ স্প্যানটি নিয়ে যাওয়া হচ্ছে খুঁটির কাছে।

বুধবার (৯ ডিসেম্বর) ৪১তম এই স্প্যান খুঁটির কাছাকাছি নিয়ে রাখা হবে। এরপর বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হবে বসানোর প্রক্রিয়া।

চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানায়, বুধবার দুপুর দুইটার পর শেষ স্প্যান নিয়ে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১২ ও ১৩ নম্বর খুঁটির দিকে রওনা হয়েছে ক্রেন। যদিও এটি নিয়ে সকালে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশা থাকায় তা সম্ভব হয়নি।

১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মাসেতু দৃশ্যমান হবে। ২০১৭ সালের সেপ্টেম্বরে বসে সেতুর প্রথম স্প্যান। সেই হিসাব অনুযায়ী ৪১টি স্প্যান বসাতে সময় লাগছে তিন বছর তিন মাস।

মোট ৪২টি পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নির্মাণ করা হচ্ছে। সবকটি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং নদীশাসনের কাজ করছে দেশটির আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। আর দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

পদ্মাসেতু রওনা শেষ স্প্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর