আবারও ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের সূচক
৯ ডিসেম্বর ২০২০ ১৫:২৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ২১:১৯
ঢাকা: একদিন বিরতী দিয়ে আবারও ঊর্ধমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার। এদিন সূচকের ঊর্ধ্বমুখীতার কারণে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে উভয় পুঁজিবাজারে সূচকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন।
বুধবার (৯ ডিসেম্বর) ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ৩২ কোটি ৩০ লাখ ৯৪ হাজার ১৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৯টির এবং ৮৯টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৭ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৮২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭১ প্রতিষ্ঠানের ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৮৮টির এবং ৫১টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ৩১ কোটি ৪৫ লাখ টাকার শেযার কেনাবেচা হয়। আগের দিন সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার।