Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজত নেতাদের সঙ্গে এবার খালেদা-তারেকের বিরুদ্ধেও মামলার আবেদন


৯ ডিসেম্বর ২০২০ ১৩:১৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ১৬:৫৫

ঢাকা: ভাস্কর্য ইস্যুতে এবার হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদকরের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক মামলাটি আবেদন দাখিল করেন।

এসয়ম আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

মামলাতে অন্য আসামিরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমার মুফতি ফয়জুল করিমকে আসামি করা হয়েছে।

মামলাটিতে দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় ভাস্কর্য নিয়ে বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

টপ নিউজ তারেক মামলা হেফাজত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর