Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে হেলিকপ্টার দুর্ঘটনা, মৃত ৫


৯ ডিসেম্বর ২০২০ ১১:২৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ১৪:৩১

আল্পস পবর্তমালা অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মধ্যে পাঁচ জনই মারা গেছেন।

বুধবার (৯ ডিসেম্বর) ফ্রান্সের কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে, বেসরকারি মালিকানায় থাকা হেলিকপ্টারটি প্রশিক্ষণ অংশ হিসেবে একটি উদ্ধার অভিযানে গিয়ে সাভোয়া অঞ্চলের বোনভিলা শহরের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি।

তবে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ফরাসি কর্মকর্তারা মনে করছেন খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

অন্যদিকে, বিপদ সংকেত জানানোর পর পাইলট হেলিকপ্টারটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

ওদিকে, ইউরোকপ্টার ইসি১৩৫ এক হাজার ৮০০ মিটার ওপর থেকে পড়ে যায় বলে ফ্রান্সের কর্তৃপক্ষগুলো জানিয়েছে। সে সময় হেলিকপ্টারটিতে দুই জন পাইলট (একজন শিক্ষানবীশ), দুই জন উইঞ্চ অপারেটর ও দুই জন মাউন্টেইন রেসকিউ কর্মী ছিলেন।

বিবিসি আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়। সেগুলোতে ৪০ জনেরও বেশি উদ্ধারকর্মী ছিলেন। কিন্তু কুয়াশার কারণে হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। উদ্ধারকর্মীরা হেঁটে গিয়ে আহত পাইলটকে উদ্ধার করে নিয়ে আসেন।

আল্পস পর্বতমালা ফ্রান্স মৃত হেলিকপ্টার দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর