৮ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু
৯ ডিসেম্বর ২০২০ ১০:৩১
মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোডসহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ১৬টির মধ্যে ১৫টি ছোট-বড় ফেরি ও লঞ্চ-স্পিডবোডসহ সকল যানবাহন শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে চলাচল শুরু করেছে।’
তিনি আরও জানান, এর আগে ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১০টা থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে তিন শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।