Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


৮ ডিসেম্বর ২০২০ ১৫:৩৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২০ ০০:২৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নাজির উদ্দিন (২৮) ও রবিউল ইসলাম (২৬) গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে, নাজির হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও বিজিবি জানিয়েছে, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার জন্য ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা। এসময় ভারতের ফুলবাড়ি সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা আহত হন।

পরে সঙ্গীরা আহত অবস্থায় নাজির ও রবিউলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনেই মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব বিএসএফর গুলিতে দুই বাংলাদেশির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুইটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২ বাংলাদেশি নিহত গরু ব্যবসায়ী বাংলাদেশ-ভারত সীমান্ত বিএসএফের ‍গুলি বেতনা সীমান্ত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর