Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা


৮ ডিসেম্বর ২০২০ ২১:৩১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ২১:৪০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে সিরাজ শিকদার এলাকায় শীর্ষ নৌডাকাত হিসেবে পরিচিত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজ শিকদারের বাড়ি চর কোনাবাড়ী। তার ছেলে সাঈদ শিকদারকেও কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শীর্ষ নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত বলা সম্ভব হবে।

কুপিয়ে হত্যা বাবা-ছেলেকে হত্যা বেলকুচি শীর্ষ নৌডাকাত সিরাজ শিকদার