নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত
৮ ডিসেম্বর ২০২০ ২১:২৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ২১:৩৪
নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক সোহান আলী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর-ধানসুরা সড়কের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন— বাবা আজাদ আলী (৪৫) ও ছেলে সাহাদাত হোসেন (১৮)। আহত ট্রাকচালক একই গ্রামের সোহান আলী (১৭)।
পুলিশ জানায় মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে উপজেলার দিকে যাচ্ছিলেন আজাদ আলী ও তার ছেলে সাহাদাত হোসেন। পথের মধ্যে ভাদরন্ড মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাক (ট-২০৫৯৫৮) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আজাদ আলী মারা যান। এ সময় সাহাদাত হোসেন ও ট্রাকচালক সোহান আলী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ট্রাকের ধাক্কা দুর্ঘটনা বাবা-ছেলের মৃত্যু মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা