নেশার টাকার বিরোধে কিশোরকে গলাকেটে খুনের চেষ্টা
৮ ডিসেম্বর ২০২০ ১৮:০৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৮:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক কিশোরকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে এক যুবক। নেশার টাকা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাচেষ্টায় জড়িত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন টিঅ্যান্ডটি পাহাড়ে গলায় আঘাতের পর ওই কিশোর গড়িয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
আহত কিশোর রায়হান (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার যুবক মো. হেলালেরর বাড়ি (২২) চাঁদপুরে। তবে চট্টগ্রাম নগরীতে ভাসমানভাবে থাকেন তিনি।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, রায়হান ও হেলাল মূলত সলিউশন গাম নেশা হিসেবে সেবন করে। টিঅ্যান্ডটি পাহাড়ে গাম সেবনের সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। হেলাল ব্লেড দিয়ে রায়হানের গলায় আঘাত করে পালিয়ে যায়। সকাল ১১টার দিকে আহত রায়হান গড়িয়ে পাহাড় থেকে মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি মোহাম্মদ মহসিন জানান, হেলাল ও রায়হান দু’জনই ময়লার গাড়ি টানার কাজ করে। গলাকাটা অবস্থায় রায়হানকে ট্রাফিক পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। এরপর চমেক হাসপাতালে পুলিশ রক্ত দেওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করেছে।
আহত রায়হানের কাছ থেকে তথ্য নিয়ে রেয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা এলাকায় অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় রায়হানের মা রেখা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে বলে জানান ওসি।
এদিকে, গ্রেফতার হেলাল কোতোয়ালি থানায় সাংবাদিকদের জানান, রায়হান সকালে তাকে ঘুম থেকে তুলে টিঅ্যান্ডটি পাহাড়ে গাম দিয়ে নেশা করতে নিয়ে যায়। এসময় তিনি রায়হানের কাছ থেকে আগের পাওনা ১০০টাকা খুঁজলে তাকে ব্লেড দিয়ে আঁচড় দেয় এবং টাকা ফেরত না দেওয়ার কথা বলে। তিনি রায়হানের কাছ থেকে ব্লেড নিয়ে গলায় আঘাত করে পালিয়ে যান।