Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পল্লীবন্ধুর পর ৩০ বছরের সরকারগুলো মুদ্রার এপিঠ-ওপিঠ’


৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩৪

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জাতীয় পার্টি কখনোই কোনো ষড়যন্ত্রে জড়িত ছিল না। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহতের রাজনীতিতে জাপা সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, পল্লীবন্ধুর ক্ষমতা হস্থান্তরের পর থেকে ত্রিশ বছর যে সরকারগুলো দেশ পরিচালনা করেছে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পেতে বিকল্প খুঁজছে। আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি হচ্ছে জনগণের একমাত্র বিকল্প শক্তি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা গণফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘দুর্নীতির কারণে দেশের ডাক্তারি সার্টিফিকেট বিদেশে গ্রহণ করছে না। প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। হঠাৎ করে কেউ কেউ গ্রেফতার হচ্ছে। কিন্তু কিছুদিন পর আবার দুর্নীতিবাজরা কোট-টাই পরে ঘুরে বেড়ায়।’

তিনি বলেন, ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অভিযানে বিচার বর্হিভূতভাবে কয়েকশ’ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু মাদকের প্রসার কি কমেছে?’

জাপা চেয়ারম্যান বলেন, ‘রাজনীতির মূল কর্মকাণ্ডে রয়েছে নির্বাচন। কিন্তু দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করছে। নির্বাচনের প্রতি সাধারণ মানুষের অনাস্থা স্পষ্ট। এ কারণে রাজনীতিতে স্থবিরতা বিরাজ করছে। তাই অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছে।’

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে দুর্নীতি ও দুঃশাসন ছিল না। তাই দেশের মানুষ জাপার শাসনামলে ফিরে যেতে চায়। দেশের মানুষ জাপার দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তাই জাতীয় পার্টি দেশের একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। সামনে জাপার জন্য সুদিন অপেক্ষা করছে।’

গাজীপুরের গণফোরাম সভাপতি অ্যাডভোকেট কাজী মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম টিটুর নেতৃতে জাপায় যোগদান অনুষ্ঠানে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম. নিয়াজ উদ্দিন সভাপতিত্ব করেন। জেলা জাপার সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য মো. আজম খান, রফিক মেম্বর। উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদিন, হুমায়ুন খান, মাখন সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, মিজানুর রহমান মিরু প্রমুখ।

বিজ্ঞাপন

জাপা চেয়ারম্যান জিএম কাদের পল্লীবন্ধু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর