ঐতিহ্যের পালে নতুন বাতাস, কদর বাড়ছে কাঁসা-পিতল শিল্পের
৮ ডিসেম্বর ২০২০ ১৮:১৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৮:১৫
ধামরাইয়ের বিখ্যাত রথটি পেরুলেই চোখে পড়বে বাহারি সব কাঁসা-পিতলের দোকান। থরে-বেথরে সাজানো রয়েছে তৈজসপত্র, নানা পৌরাণিক অবতার। বিভিন্ন দেব-দেবীর মূর্তি ছাড়াও নানা প্রাণীর ভাস্কর্যের সম্ভার রয়েছে সেখানে। দেখলে অনেকটা জাদুঘর বলেই মনে হবে, তবে চাইলেই আপনি সংগ্রহ করতে পারবেন পছন্দের ভাস্কর্যটি। শখের বশে অনেকেই সেখানে যান ঘুরতে, ছবি তুলতে, ফেরার সময় কিনে নেন পছন্দের বস্তুটিও।
ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট মো. হাবিবুর রহমান