Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন খন্দকার আনোয়ারুল


৮ ডিসেম্বর ২০২০ ১৭:০২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮

খন্দকার আনোয়ারুল ইসলাম, ফাইল ছবি

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। এর ফলে আগের নিয়োগের শর্তেই আরও দুই বছর তিনি সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদে কর্মরত থাকবেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলেয়া মেহেরের সই করা আদেশে বলা হয়, খন্দকার আনোয়ারুল ইসলাম আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মন্ত্রিপরিষদ সচিব পদে বহাল থাকবেন। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ২৮ আগস্ট সচিবালয়ে অর্থনৈতিক সম্পর্ক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাবেন। পরে গত বছরের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

ওই বছরের ২৮ অক্টোবর কর্মক্ষেত্রে যোগ দেন খন্দকার আনোয়ারুল ইসলাম। গত বছরের ১৫ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর তাকে একবছরের জন্য চুক্তিতে ফের মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়। এবার আরও দুই বছর তার চাকরির মেয়াদ বাড়ানো হলো।

খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮২ সালের বিসিএস বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ও উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন খন্দকার আনোয়ারুল ইসলাম। ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব পদে পদোন্নতি পান।

২ বছর মেয়াদ বৃদ্ধি খন্দকার আনোয়ারুল ইসলাম চাকরির মেয়াদ টপ নিউজ মন্ত্রিপরিষদ সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর