Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি হানাদার মুক্ত হয়েছিল আজ


৮ ডিসেম্বর ২০২০ ১৬:০২

ঝালকাঠি: আজ ৮ ডিসেম্বর, ঝালকাঠি হানাদার মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার মুক্ত হয় দখিন জনপদের জেলা ঝালকাঠি। তবে একাত্তরের দীর্ঘ ৯ মাস নির্মম গণহত্যা চলে জেলার বিভিন্ন এলাকায়।

মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না জানান, ৮ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠিতে থাকা পাকিস্তানি সৈন্যরা শহর ছেড়ে নদী পথে পালিয়ে যায়। দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় রাজাকার নেতা বারেকের নেতৃত্বে ৩৬টি রাইফেলসহ রাজাকাররা স্থানীয় তরুণ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। সন্ধ্যায় ঝালকাঠি, নলছিটি ও কাঠালিয়া থানা দখলে করে নেয় মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ দল। গভীর রাত পর্যন্ত মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা ঢল নামে ঝালকাঠির পথে পথে। জয় বাংলার স্লোগানে মুখরিত ঝালকাঠির আকাশ-বাতাস।

বিজ্ঞাপন

এদিকে একাত্তরের দীর্ঘ ন’মাস জেলার অসংখ্য বধ্যভূমিতে অগনিত সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে পাকবহিনী ও রাজাকার-আলবদর বাহিনী। নির্মম নির্যাতনের স্মৃতিচিহ্ন জেলার বধ্যভূমি ও গণকবর আজ অযন্ত অবহেলায় পড়ে আছে। দু’একটি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও বেশিরভাগ স্থানই অরক্ষিত।

তবে ভূমি অধিগ্রহণসহ অন্যান্য প্রদক্ষেপ গ্রহণ করে জেলার ২২টি বধ্যভূমি ও গণকবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

গণহত্যা নির্মম গণহত্যা হানাদার মুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর