Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একনেকে ৩৯০৩ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন


৮ ডিসেম্বর ২০২০ ১৪:৪৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৬:৪৪

ঢাকা: এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ ৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯০৩ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫২৪ কোটি ১০ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার ৩৭৯ কোটি ৫১ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বিজ্ঞাপন

ড. শামসুল আলম বলেন, ‘পঞ্চবটি হতে মুক্তারপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হবে। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ২৪২ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ২০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজেস্ব অর্থায়ন থেকে ২২২ কোটি টাকা ব্যয় করা হবে। এটি বাস্তবায়ন করবে সেতু বিভাগ।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প। চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প। পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রকল্প। ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্প।

বিজ্ঞাপন

অনুমোদন একনেক চার প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর