Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


৮ ডিসেম্বর ২০২০ ১২:০১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৩:৫৮

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

মাঝনদীতে আটকে পড়া ৪টি ফেরি উভয় ঘাটে ভিড়েছে। পাটুরিয়া ঘাটে আটকে পড়া প্রায় ৫০০ যানবাহন পার হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা অফিসের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সোমবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে আসায় ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়। রাতের নৈশ কোচসহ বাস ট্রাক মিলে প্রায় ৫শ যানবাহন পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটকে ছিল। মাঝ নদীতে আটকে ছিল আছে ৪টি ফেরি।

পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি এই কর্মকর্তা।

আরও পড়ুন: ঘন কুয়াশায় বন্ধ চলাচল, মাঝ পদ্মায় আটকে আছে ৪টি ফেরি

কুয়াশার তীব্রতা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর